শনিবার, ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ২৮৫ পিস ইয়াবাসহ মাদক দুই ব্যবসায়ী গ্রেফতার।।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ২৮৫ পিস ইয়াবাসহ মাদক দুই ব্যবসায়ী গ্রেফতার।।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ২৮৫পিস ইয়াবাসহ মো: জুম্মান (২৪) ও মো: জসিম উদ্দিন (৪৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে লালমোহন পৌর ৪নং ওয়ার্ড হালিম হাওলাদার বাড়ির সামনে থেকে তাদের কে গ্রেফতার করা হয়। আটক জুম্মান পৌর ৪নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকার মো: সেলিমের ছেলে এবং জসিম পৌর ৫নং ওয়ার্ড এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বশির আলম এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ মাহামুদুল হাসান ও সংঙ্গীয় অফিসার ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পৌর ০৪নং ওয়ার্ড নয়ানীগ্রাম হালিম হাওলাদার বাড়ীর সামনে মোঃ জুম্মান ও মোঃ জসিম উদ্দিন কে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।