
শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » তরুণ প্রজন্মকে আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে–এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
তরুণ প্রজন্মকে আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে–এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : তথ্য প্রযুক্তি সেবা এগিয়ে নিতে দেশের তরুণ প্রজন্মকে আইসিটি প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে গজারিয়া গালর্স স্কুল এন্ড কলেজে আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম’র মাসব্যাপী অফিস এপ্লিকেশন কোর্স লেভেল-১’র উদ্বোধনকালে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এমপি শাওন বলেন, সজীব ওয়াজেদ জয় এর তথ্য প্রযুক্তি সেবা এগিয়ে নিতে লালমোহন-তজুমদ্দিন এর ছাত্র-ছত্রীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি করতে লালমোহন-তজুমদ্দিন আইসিটি উপদেষ্টাঃ ইশরাক চৌধুরী নাওয়ালের পরিকল্পনায় নতুনত্ত্বে, সৃজনশীল ও আন্তর্জাতিক মান বজায় রেখে ছাত্র-ছত্রীদেরকে আইসিটি প্রশিক্ষণ দিতে হবে।
তিনি আরও বলেন, লালমোহন-তজুমদ্দিনের ছাত্র-ছত্রীদের ভাগ্যন্নোয়নের জন্য এই আইসিটি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। উন্নয়ন বঞ্চিত এ জনপদের শিক্ষার্থীদের আয়ের উৎস্য বের করার জন্য তরুণ প্রজন্মকে আইসিটি প্রশিক্ষণ দিয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অর্থনীতির মুক্তি আনার জন্য কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এমপি শাওন আরও বলেন, নাওয়ালের পরিচালনায় এসএমওয়ার্ড, স্কেলসহ গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের আইসিটি সম্পর্কে যেন জ্ঞান থাকে। আমরা এ প্রজন্মকে যদি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে তারা বাংলাদেশকে একটি শক্তিশালী ও টেকসই দেশ হিসেবে গড়ে তুলতে পারবে।
লালমোহন-তজুমদ্দিন আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়ালের সভাপতিত্বে ও আইসিটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, গজারিয়া গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সেলিম, ছাত্রলীগের সম্পাদক শাকিল ফরাজী প্রমূখ।