শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় করোনায় শনাক্ত আরও ৪ জন।।লালমোহন বিডিনিউজ
ভোলায় করোনায় শনাক্ত আরও ৪ জন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : দ্বীপজেলা ভোলায় নতুন করে আরও ৪ জনের শরীরে (কোভিড-১৯) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন ও দৌলতখান উপজেলার ১ বাসিন্দা রয়েছে।
নতুন ও ৪জন নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যমতে, “ভোলায় করোনা আক্রান্ত ৬৫০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩১৯ জনের মধ্যে সুস্থ ২৬৮ জন। দৌলতখানে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ ৪২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৮১ জনের মধ্যে সুস্থ ৭১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৪০ জন, লালমোহনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৬১ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।”
সূত্রে আরও জানা যায়, ভোলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ২৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ হাজার ২৯২ জনের রিপোর্ট আসলেও এখনও ১ জনের রিপোর্ট অপেক্ষমান আছে।