
শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে শহর রক্ষা বাঁধের উপর দোকানঘর নির্মাণ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে শহর রক্ষা বাঁধের উপর দোকানঘর নির্মাণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শহর রক্ষা বাঁধ প্রকল্পের বাঁধের উপর অবৈধভাবে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল আলী নামে এক যুবক ও তার প্রভাবশালী শ্বশুর ধনু সর্দারের বিরুদ্ধে।
চরফ্যাসন উপজেলার তেঁতুলিয়া নদীর তীর সংলগ্ন ঘোষেরহাট লঞ্চঘাট এলাকার শহর রক্ষা বাঁধ প্রকল্পের অধীনে স্থাপন করা সিসি ব্লকের বাঁধের উপর ইটের গাঁথুনি দিয়ে অবৈধভাবে এ দোকানঘরটি নির্মান করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে উপজেলার নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলী ও তার প্রভাবশালী শ্বশুর ধনু সর্দার স্থানীয় এক রাজনৈতিক নেতার প্রভাবকে কাজে লাগিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙালি দেখিয়ে শহর রক্ষা বাঁধ প্রকল্পের বাঁধের জায়গা দখল করে সাম্প্রতিক বৈরি আবহাওয়ার মধ্যে তড়িঘড়ি করে অবৈধভাবে এ ঘরটি নির্মান করেছেন।
তবে অভিযোগটি অস্বীকার করে ধনু সর্দার বলেন, শহর রক্ষা বাঁধ প্রকল্পের বাঁধের উপর কোনো দোকানঘর নির্মান করা হয়নি, ঘরটি আমার জামাতা। আব্দুল আলী বাঁধের পাশে আমার নিজের জায়গার উপর নির্মাণ করেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায় ঘোষেরহাট লঞ্চঘাটের বিআইডব্লিউটি এর পল্টনের প্রবেশদ্বারের পাশে এবং শহর রক্ষা বাঁধের উপর ইটের গাঁথুনি করে দোকানঘরটি নির্মান করা হয়েছে।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক দোকানদার ও লোকজন জানান, স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ঐকান্তিক প্রচেষ্টায় তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে ঘোষেরহাট লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধ প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়ন হওয়ায় ঘোষেরহাট লঞ্চঘাটসহ এলাকার অনেক বাড়ি ঘর নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে। সরকারী বিধিমোতাবেক এখানের শহর রক্ষা বাঁধ প্রকল্পের সম্পূর্ণ জায়গাটি এখন পানি উন্নয়ন বোর্ডের। এ বাঁধের উপর ইটের গাঁথুনি দিয়ে যে কোনো স্থাপনা নির্মান করা সম্পূর্ণ অবৈধ ও বেআইনী। তাই পাউবো এর উচিত শহর রক্ষা বাঁধের উপর অবৈধভাবে নির্মান করা ঘরটি দ্রুত উচ্ছেদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা, তা না হলে স্থানীয় অনেকেই এ সুযোগে প্রকল্পের সিসি ব্লকগুলোকে ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বাঁধের উপর দোকানঘর নির্মানের প্রতিযোগিতায় মেতে উঠতে পারেন। এতে পানি উন্নয়ন বোর্ডের তেঁতুলিয়া নদীর ভাঙ্গনরোধে ঘোষেরহাট লঞ্চঘাট এলাকার বাস্তবায়ন করা শহর রক্ষা বাঁধ প্রকল্পটি বিফলে যাওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শহর রক্ষা প্রকল্প ও চরফ্যাসন পানি উন্নয়ন বোর্ড-২’র প্রকৌশলী শাহ আলম ভুঁইয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন আমি জানলাম। ডিপার্টমেন্টের সাথে কথা বলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।