বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মানিকগঞ্জে ৪ স্বর্ণের দোকানে অভিযান ও জরিমানা।।লালমোহন বিডিনিউজ
মানিকগঞ্জে ৪ স্বর্ণের দোকানে অভিযান ও জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের স্বর্ণের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭শে আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারীর পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, জেলা প্রশাসক এস এম ফেরদৌস মহোদয়ের সার্বিক নির্দেশনায় স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। এসময় ১৮/১৯ ক্যারেট স্বর্ণকে ২১ ক্যারেট বলে বিক্রির দায়ে প্রিয়াঙ্কা জুয়েলার্সকে ৭৫ হাজার, পাল জুয়েলার্সকে ৬০ হাজার, আহমেদ জুয়েলার্সকে ৩০ হাজার ও রাজধানী জুয়েলার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই সকল প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে ভোক্তাদের সাথে প্রতারণা করবেনা এমন মুচলেকা নেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রবীর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।