
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় ৪ হাজার ১২৭ জনের প্রাণহানি ঘটেছে।
গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২ হাজার ৪শ’ ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪শ’ ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে। এ পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে করোনা শনাক্তের ১৭৩ তম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এছাড়া একদিনে ৩ হাজার ২শ’ ৭৫ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪শ’ ৫৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।
গেল ২৪ ঘন্টায় মৃত ৪৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী।