
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গভীর রাতে দোকানঘরে আগুন লাগানোর চেষ্টা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গভীর রাতে দোকানঘরে আগুন লাগানোর চেষ্টা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের রমাগঞ্জে রাতের আঁধারে এক মুদি দোকানে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গতকাল (সোমবার) গভীর রাতে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আজহার রোড পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দেয়ার চেষ্টায় অজ্ঞাতদের অভিযুক্ত করে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুদি ব্যবসায়ী মোঃ মাকসুদ।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত আজহার রোড পশ্চিম বাজার এলাকায় মুদি ও মনিহারী দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মোঃ মাকসুদ। প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরেন তিনি। এ সুযোগে গভীর রাতে দোকানঘরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।
অভিযোগে আরও উল্লেখ্য করা হয়, এর আগেও বেশ কয়েকবার মাকসুদের দোকানঘরের দরজা ভেঙে মালামাল চুরি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন (মঙ্গলবার) সকালে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্তে পুলিশ পাঠানো হবে।