সোমবার, ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯শ’ ৮৩ জনে।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মৃতের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই করছেন। নতুন করে মারা যাওয়া ৪২ জনসহ দেশে করোনায়া আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯শ’ ৮৩ জনে। সোমবার (২৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪শ’ ৮৫ জন। গেল ২৪ ঘন্টায় ১৩ হাজার ৩শ’ ৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ৪শ’ ৮৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হলো।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। আর মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। নতুন করে সুস্থ হওয়া ৩ হাজার ৭শ’ ৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৮২ হাজার ৮শ ৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে, গতকাল করোনা আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৫৯টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি। নমুনা পরীক্ষার পর এক হাজার ৯৭৩ জনের শনাক্ত হয়।
সে তুলনায় আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় গতকালের তুলনায় আজ আবার বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।