শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২,২৬৫।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু; নতুন শনাক্ত ২,২৬৫।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনায় দেশে একদিনে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণ গেলো ৩ হাজার ৯০৭ জনের। শনিবার (২২ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩শ’ ৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ২৬৫ জন। এ নিয়ে মোট দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ ভাগ। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১০ জন নারী।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ। বিশ্বে শনাক্ত বিবেচনায় বাংলাদেশের অবস্থান এখন ১৫তম।