শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ছাত্রদলের কমিটি বিতর্কে মেজর হাফিজের কুশপুত্তলিকা দাহ।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ছাত্রদলের কমিটি বিতর্কে মেজর হাফিজের কুশপুত্তলিকা দাহ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা ও কলেজ ছাত্রদলের নব-গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ভোলা-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজের পকেট কমিটি দাবী করে সংবাদ সম্মেলনে তা প্রত্যাখান করে হাফিজের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রদলের একাংশ। এদের সাথে সংহতি প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও। শনিবার সকালে উপজেলা সদরের আহম্মদ ভবনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নব-গঠিত উপজেলা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল। এরপর বিক্ষুব্ধ নেতা কর্মিরা দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে ভোলা-৩ আসনের সাবেক এমপি হাফিজ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মি মেজর হাফিজকে এলাকায় অবাি তও ঘোষণা করে তাকে দল থেকে বহিস্কারের দাবীতে স্লোগান দেয়। গত ১৮ আগষ্ট উপজেলা ছাত্রদল ও সরকারী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেন জেলা ছাত্রদল। এ নিয়ে বেশ কিছুদিন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মিদের মধ্যে শুরু হয় তুমুল বিতর্ক।