শুক্রবার, ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গভীর রাতে টাকা-স্বর্ণাংকার নিয়ে গৃহবধূ উধাও।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গভীর রাতে টাকা-স্বর্ণাংকার নিয়ে গৃহবধূ উধাও।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের ধলীগৌরনগরে গভীররাতে স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণাংলকার ও গরু নিয়ে আকলিমা বেগম নামের ৩সন্তানের এক জননী উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) ধলীগৌরনগর ৭নং ওয়ার্ড পাটোয়ারীরহাট এলাকার মালেগো বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০/১১ বছর পূর্বে ধলীগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পাটোয়ারীরহাট এলাকার মালেগো বাড়ির শাহাজান মালের ছেলে লোকমানের সাথে পারিবারিক ও ইসলামী শরিয়ত মতে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাত্তিরখাল এলাকার মৃত মাধু মাঝির মেয়ে আকলিমা বেগমের বিবাহ হয়। পরে তাদের সংসারে ৩টি সন্তান জন্ম নেয়। লোকমান নদীতে মাছ ধরে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতো।
ভুক্তভোগী লোকমান মাঝি জানান, প্রতিদিনের মত গত সোমবারও নদীতে মাছ ধরতে যান তিনি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ি ফিরে দেখেন, ঘরে তার স্ত্রী ও ৩ সন্তানের কেউই নেই। পরে খবর নিয়ে জানতে পারেন সন্তানদের নিয়ে গভীররাতে বাবার বাড়ি চলে গেছেন তার স্ত্রী আকলিমা। গভীররাতে স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ায় সন্দেহ হয় লোকমানের। এসময় খোঁজ নিয়ে দেখেন, স্ত্রী আকলিমা চলে যাওয়ার সময় ব্রাক ব্যাংক থেকে পালতে দেয়া গরু, ঘরে থাকা নগদ ৬০হাজার টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে। শ্বশুর শাশুরির প্রত্যক্ষ মদদে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকারসহ গোয়ালের গরু লুট করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী লোকমান মাঝি।
পরে এ বিষয়ে স্থানীয় গণমান্যদের জানালে লোকমানকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তারা।
এ বিষয়ে জানতে ওই গৃহবধূ ও তার পরিবারের মুঠোফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।