বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল (শুক্রবার) থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র।।লালমোহন বিডিনিউজ
আগামীকাল (শুক্রবার) থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দীর্ঘ ৫ মাস পর শুক্রবার থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল রেস্টুরেন্টকে শর্ত সাপেক্ষে খুলে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন। তিনি জানান, পর্যটন কেন্দ্র ও হোটেল, মোটেল এবং রেস্টুরেন্ট খোলার বিষয়ে এরইমধ্যে সভা করা হয়েছে। সভায় সেক্টর ভিত্তিক আলাদা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করা হয়েছে।
এদিকে, হোটেল-মোটেলগুলোর প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার রাখা, পর্যটকদের মাস্ক পরা নিশ্চিত করা, পরিবহণগুলোতে ৩ ফুট দূরত্বে বসার ব্যবস্থা করা, পর্যটনকেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক পর্যটক ভ্রমণের সুযোগ করা দেয়াসহ ৭৪টি শর্ত জুড়ে দিয়েছে জেলা প্রশাসন।
প্রসঙ্গত, করোনানাভাইরাসের (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।