
সোমবার, ৩১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন কারাগারে
ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন কারাগারে
ভোলা সংবাদদাতা: ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপি সভাপতি আব্দুর রব আকনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে রাজনৈতিক একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান নাহিদ জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আব্দুর রব আকনের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত জানান, ২০১৪ সালে উপজেলা নির্বাচনে ভোলা আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইর চেস্টা ও সংঘর্ষের ঘটনায় জনৈক আবু তাহের একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৭৭/১৪। গতকাল ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করেন।