শনিবার, ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » আগস্ট এলেই হত্যার ষড়যন্ত্রে মেতে উঠে খুনিরা -তজুমদ্দনে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
আগস্ট এলেই হত্যার ষড়যন্ত্রে মেতে উঠে খুনিরা -তজুমদ্দনে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতাই আমাদের শিখিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। বঙ্গবন্ধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জেলখানায় যৌবন কাটিয়েছেন। যুদ্ধ পরবর্তী সাড়ে তিন বছরে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আগস্ট এলেই বাংলাদেশে হত্যাকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৫ ও ২১ আগষ্ট তারই প্রমাণ।
জাতীয় শোক দিবস মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত এ অংশগ্রহণ শেষে এসব কথা বলেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, নির্বাহী অফিসার আল-নোমান, থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।