
রবিবার, ৩০ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » আজ থেকে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে
আজ থেকে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে
ভোলা সংবাদদাতা : মেঘনার প্রবল স্রোতে ইলিশা ফেরীঘাটের গ্যাঙওয়ে ভেঙ্গে যাওয়ায় টানা এক সপ্তাহ ফেরী চলাচল বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে ভোলা-লক্ষীপুর রুটের ফেরিচলাচল শুরু হয়েছে। এতে করে খুলনা-বরিশাল অঞ্চলের ২১ জেলার সাথে বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির ভোলা ফেরি সার্ভিসের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানিয়েছেন, লক্ষীপুর মজু চৌধুরীর ঘাট থেকে বিআইডব্লিউটিসির ফেরী কনক চাঁপা আজ সকাল ১০ টায় ভোলা ইলিশা বিশ্বরোডের মাথায় স্থাপিত নতুন ফেরিঘাটে এসে পৌঁছে এবং দুপুর ১২টায় ভোলা থেকে লক্ষীপুরের উদ্দ্যেশে ছেড়ে যায়।
উল্লেখ্য ২০০৭সালে ইলিশা চডার মাথা এলাকায় ভোলা-লক্ষীপুর রুটের ফেরী ঘাটটি চালু করা হয়। মেঘনায় ফেরী ঘাটটি গত ২৭জুলাই ভেঙ্গে গেলে ইলিশা বিশ্ব রোডের মাথায় নতুন করে স্থাপন করা হয়। এতে ১৫দিন ফেরী চলাচল বন্ধ থাকে। গত ২৪আগস্ট বিশ্ব রোডের মাথার ফেরী ঘাটের গ্যাঙওয়ে মেঘনায় ভেঙ্গে গেলে নতুন গ্যাঙওয়ে তৈরীর পর আজ পুনরায় ফেরী চালু হয়।