শনিবার, ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির জনকের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার নিয়ে অনলাইন রচনা প্রতিযোগিতায় (জেলা ভিত্তিক) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় বিজয়ীদের হাতে জাতির জনকের জীবনী নিয়ে রচিত মহামূল্যবান বই “অসমাপ্ত আত্মজীবনী” ও “মুজিব থেকে সজিব” তুলে দেন এমপি শাওন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর প্রমুখ।