সোমবার, ৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দ্বীপাঞ্চলবাসীর কথা ভেবেই ভোলায় পিসিআর ল্যাব দিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দ্বীপাঞ্চলবাসীর কথা ভেবেই ভোলায় পিসিআর ল্যাব দিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহামারী করোনা দুর্যোগকালীন সময়ে দ্বীপ জেলা ভোলাবাসীর কষ্ট লাগবের জন্য ভোলায় আরটিএ পিসিআর ল্যাব স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রশংসনীয় পদক্ষেপের ফলে একদিনের মধ্যেই করোনার ফলাফল পাচ্ছে ভোলার মানুষ। ফলে ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা সহনীয় পর্যায়ে রয়েছে।
সোমবার (৩ আগষ্ট) সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি”র সমণ্বয় সভায় বক্তব্যকালে একথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, মহামারী করোনার মধ্যে ডাক্তারগণ তাদের জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এসময় করোনা যুদ্ধে ডাক্তারদের প্রথম সারির যোদ্ধা হিসেবেও অবিহিত করেন তিনি।
পরে লালমোহনের বদরপুর, মোতাহারনগর ও চতলা গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩টি একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি শাওন।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।