শুক্রবার, ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ম্যাসেজের মাধ্যমে এমপি শাওনের ঈদ শুভেচ্ছা।।লালমোহন বিডিনিউজ
স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ম্যাসেজের মাধ্যমে এমপি শাওনের ঈদ শুভেচ্ছা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আগামীকাল পবিত্র ঈদুল আজহা। করোনাকালীন সময়ে ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়ে লালমোহন-তজুমদ্দিনবাসীর মোবাইলে ম্যাসেজ দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার নিজ নির্বাচনী এলাকার মানুষকে ম্যাসেজের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা ম্যাসেজটি লালমোহন বিডিনিউজ ডটকম পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ
আসসালামুআলাইকুম। ত্যাগের মহিমায় উদ্ভাসিত আপনাদের জীবন। আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
জননেত্রী শেখ হাসিনা সরকারের সকল নির্দেশনা মেনে চলুন। ××ঈদ মোবারক××—–আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, ১১৭ ভোলা-৩।
উল্লেখ্য, লালমোহন-তজুমদ্দিনবাসীর আস্থা অর্জনের মধ্য দিয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এ আসনের অভিভাবক হিসেবে প্রতিবছর ঈদে এলাকায় অবস্থান করে সর্বস্তরের সাধারণ মানুষের সাথে একত্রে ঈদ উদযাপন করেন তিনি।