বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » করোনা মোকাবেলায় সবাইকে এক সঙ্গে কাজ করতে এমপি শাওন’র আহবান।।লালমোহন বিডিনিউজ
করোনা মোকাবেলায় সবাইকে এক সঙ্গে কাজ করতে এমপি শাওন’র আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা মোকাবেলায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকালে ঈদ উপলক্ষে উপজেলার কালমায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ভিজিএফ চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান তিনি।
তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে বিশ্ব অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন, সেজন্য সকলের দোয়া কামনা করেছেন এমপি শাওন।
এদিন লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নের সাড়ে ৯ হাজার কার্ডধারীর মধ্যে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ইউপি চেয়ারম্যান আকতার হোসেনসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।