
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হতদরিদ্রদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে হতদরিদ্রদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনের হতদরিদ্রদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ভিজিএফ চাল) তুলে দিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লালমোহন পৌরসভার আয়োজনে পৌর ভবন চত্তরে চাল বিতরণের উদ্বোধন করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনার প্রাদূর্ভাবে কর্মহীন মানুষের জীবিকা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। ঈদ আসলে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী।
লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, পৌর কাউন্সিলরগণ।