
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে করোনায় প্রাণ হারালেন দন্ত চিকিৎসকের স্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে করোনায় প্রাণ হারালেন দন্ত চিকিৎসকের স্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দন্তচিকিৎসক হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী তাহমিনা বেগম (৩৮)।
সোমবার রাতে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়। তাহমিনা উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের বর্ণালী সড়কের বাসিন্দা।
লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মহসিন খান জানান, দুইদিন আগে তাহমিনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়। পরে সোমবার রাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত লালমোহনে দুই জনের হয়েছে।