মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। ভোর চারটার দিকে রাজধানীল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার বেলা এগারটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তীব্র শ্বাসকষ্ট থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। গত রাত দেড়টার দিকে তাকে আনোয়ার খান মেডিক্যাল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে মৃত্যু হয় তার।
শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনর নেতারা। সকাল দশটায় নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে তাকে নেয়া হবে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। সেখানে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।