
রবিবার, ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘বন্যা দির্ঘস্থায়ী হতে পারে, প্রস্তুতি নিচ্ছে সরকার’
‘বন্যা দির্ঘস্থায়ী হতে পারে, প্রস্তুতি নিচ্ছে সরকার’
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এবারের বন্যা দির্ঘস্থায়ী হতে পারে, সেজন্য প্রস্তুতি নিচ্ছে সরকার; জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৬ জুলাই) বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলির সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে, এমনটি জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলের নেতাকর্মীদের সব সময় সজাগ থাকতে হবে। একইসাথে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।