বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের ডাওরী বাজার এলাকায় বাসের ধাক্কায় আবুল কালাম (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর সােয়া ৩টার দিকে বাজারের পোস্ট অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কালমা ২নং ওয়ার্ড এলাকার চৌকিদার বাড়ির মৃত আ: হাসেম চৌকিদারের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে ডাওরী বাজারের রাস্তা পার হতে গেলে আবুল কালাম কে দ্রুতগতির যাত্রীবাহি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।