বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দক্ষিণ আইচায় ঘরচাপায় মা-শিশু সন্তানসহ ৩ জন নিহত।।লালমোহন বিডিনিউজ
দক্ষিণ আইচায় ঘরচাপায় মা-শিশু সন্তানসহ ৩ জন নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : ভোলার চরফ্যাশন উপজেলায় দক্ষিণ আইচা থানায় ঝড়ে বসতঘরের নিচে চাপা পড়ে মোসাঃ রিংকু বেগম (৩০), জুনায়েদ (৫) ও তামজীদ (৩) নামের মা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত ১২টার উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী মোসাঃ রিংকু বেগম (৩০),তার দুই ছেলে মো. জুনায়েদ (৫) মো. তামজীদ (৩)।
দক্ষিণ আইচা থানার অফিসার ইন চার্জ (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে মা মোসাঃ রিংকু বেগম দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১২ দিকে হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি ঝড়ে বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা-দুই ছেলেসহ ৩ জন মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। গত ৭ মাস আগে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলে বসবাস শুরু করেন। ঘরটি নরবড়ে ছলি তাই ঝড়ে বিধ্বস্ত হয় যায় নতুন ঘরটি। এছাড়াও ঝড়ে আশ-পাশে বেশকিছু গাছ-পালা ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘর চাপায় মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।