শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সর্বশেষ » গাভী কিনতে কৃষকরা ৫০ হাজার টাকার ঋণ পাবেন
গাভী কিনতে কৃষকরা ৫০ হাজার টাকার ঋণ পাবেন
লালমোহন বিডিনিউজ ডেস্ক: গরু পালনে উৎসাহিত করতে কৃষকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। এই ঋণে সুদের হার হবে ৫ শতাংশ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনাধিক তিন মাসের মধ্যে প্রজননক্ষম হতে পারে এমন বকনা বাছুর কেনার জন্য ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়া যাবে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের জন্য আরও ১০ হাজার টাকার ঋণ দেয়া হবে। এক্ষেত্রে একজন কৃষক চারটি পর্যন্ত বকনা বাছুর কেনার জন্য ঋণ সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা অনধিক ১৪ মাস গ্রেস পিরিয়ড পাবেন। ঋণ পাওয়ার ক্ষেত্রে নারী ও প্রান্তিক খামারিরা অগ্রাধিকার পাবেন।
দেশের সব রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত, আইএফআইসি, মিডল্যান্ড, আনসার-ভিডিপি উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাংক থেকে এই ঋণ দেয়া হবে। এ ছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স থেকে এই ঋণ সুবিধা পাওয়া যাবে।