
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫৭।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫৭।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৪১ জনের মৃত্যু হয়েছে পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন আরও ৩০৫৭ জন।
করোনা শনাক্ত হওয়ার ১৩৬তম দিনে মঙ্গলবার (২১ই জুলাই), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ সময় তিনি জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২,৭০৯ জন। একই সময়ে আরও ৩,০৫৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,১০,৫১০ জন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২,৮৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।