সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ২,৯২৮।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ২,৯২৮।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২৮ জন।
দেশে এই প্রাণঘাতী ভাইরাসে এ নিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬৬৮ জন। আর, মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯২ শতাংশ।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১৩৫তম দিনে আজ সোমবার (২০ জুলাই), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে সংগ্রহ করা হয়েছে ১৩,৩৩২টি নমুনা। আর, পরীক্ষা করা হয়েছে ১৩,৩৬২টি নমুনা। এরমধ্যে ২,৯২৮ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৯১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৪১ হাজার ৬৬১টি।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৫ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৭৪ শতাংশ। ফলে দেশে করোনা থেকে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ১৩ হাজার ৫৫৬ জন।