শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » নজরুল রোজায় আছেন পূজায়ও আছেন : ফেরদৌস আরা
নজরুল রোজায় আছেন পূজায়ও আছেন : ফেরদৌস আরা
“আমায় নহে গো ভালোবাসো শুধু
ভালোবাসো মোর গান
বনের পাখি রে কে চিনে রাখে
গান হলে অবসান।”
মগ্ন হয়ে যাদের কণ্ঠে এরকম আরো গান শুনে শুনে বহু দিন কেটে গেল শ্রোতাদের। তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা। কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আড্ডা হলো তাঁর সঙ্গে। নজরুলের গানে আপনি কী খুঁজে পান? কিছু একটা আবিষ্কারের নেশা। নতুন দেখা-শোনা-জানা সর্বোপরি বৈচিত্র্য। সাহিত্য, চলচ্চিত্র, গান, কবিতা, অভিনয় সব কিছু মিলিয়ে সৃষ্টির যে বিস্ময় বিরাজ করে নজরুলের মধ্যে তাতে তাঁকে আমার একটি ইনস্টিটিউটই মনে হয়। সেই শৈশবে যখন তেমন বুঝি না তখন থেকেই কাজী নজরুল ইসলামের গান আমায় টানে। এভাবেই আজ অবধি ডুবে আছি। আরো জেনেছি, বুঝেছি, জেনে চলেছি। কী দুরন্ত উদ্দীপনা! ক্ষুরধার গতি। এই যে বাংলাদেশকে জন্ম দিতে সংগ্রাম তাতেও নজরুলের গান ছিল অনুপ্রেরণা। নজরুল সেই সময় তুলে এনেছিলেন নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ। রবিঠাকুর যখন নজরুলকে ‘কবি’ বলেন তখন অনেকে বলেছে পাগলকে কবি উপাধি দেয়া হলো। রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন, ঐ তারুণ্য আমার থাকলে হতো বটে। ও তো কেবল কবি নয় মহাকবি। এই নজরুলের সৃষ্টি কি আদৌ পৌঁছালো সাধারণ মানুষের কাছে? ব্যাপারটা কিন্তু ভিন্ন। সাধারণ মানুষের কাছ থেকেই আমরা নজরুলকে আয়ত্ত করেছি। অনেক সৃষ্টি লোকমুখেই বেঁচে ছিল, বেঁচে আছে। শৈশবে একদিন শুনি গ্রামের একজন নারী গাইছেন নজরুলের গান। সাম্যবাদের কথা, মানবতার কথা মানুষের মাঝে না ছড়ালে আজ এত বছর পরেও নজরুল কী করে জীবন্ত এত বলুন। আপামর জনসাধারণের মাঝে কাজী নজরুল ইসলাম সব সময়ই ছিলেন। বাংলাদেশে নজরুল চর্চার দিকটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হচ্ছে না কি যথাযথভাবে? বাংলাদেশ এগুচ্ছে এতে কোনো সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়-কলেজ-বিভিন্ন সংগঠনে নজরুল-চর্চা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পীরা এসে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করছেন। আমাদের নজরুল ইনস্টিটিউট গড়ে উঠেছে। এগুলো আশাব্যঞ্জক।