শনিবার, ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে আইসিটি অফিসারসহ ৪ জনের করোনা পজেটিভ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আইসিটি অফিসারসহ ৪ জনের করোনা পজেটিভ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অফিসার আবদুল বাতেন মোল্লাসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫জন।
শনিবার (১৮ জুলাই) তাদের রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে। আইসিটি অফিসার ছাড়া অপর তিনজন হলেন, লালমোহন পৌর ৬নং ওয়ার্ড এলাকার ফারুক ও তার স্ত্রী শাহনাজ এবং উপজেলার সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড এলাকার নিজাম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত লালমোহনে থেকে ৬১৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ৫৭৩ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ এবং ৫২৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে । এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের এবং সুস্থ হয়েছেন ৩৬ জন। বাকি আক্রান্তরা নিজেদের বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।