শুক্রবার, ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে গাঁজসহ দুজন আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে গাঁজসহ দুজন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের দুলারহাটে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ইব্রাহিম খালাসি ও সোহাগ বেপারী নামের দুই যুবককে আটক করেছে দুলারহাট থানা পুলিশ।
আটককৃত মোঃ ইব্রাহিম খালাসি (৩০) আহাম্মদপুর ৭নং ওয়ার্ডের মোঃ বসিল খালাসির ছেলে ও মোঃ সোহাগ বেপারী (৩২) নুরাবাদ ৯নং ওয়ার্ডের মোঃ জাহেদ বেপারীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার এস আই (নিঃ) মোঃ শাহ আলম হাওলাদার ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দুলারহাট থানাধীন আহম্মদপুর ৭নং ওয়ার্ড চৌকিদারখাল বাজারের সৈয়দ আহম্মদ এর স্-মিল সংলগ্ন খাল পাড় হইতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।