বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মনপুরায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মনপুরায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
মনপুরা ( ভোলা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার মনপুরায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল১১টায় বনবিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র
দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ও আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, বনবিভাগের রেজ্ঞার সুমন চন্দ্র দাসসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা বনবিভাগের রঞ্ছোর সুমন চন্দ্র দাস জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলায় ২২ হাজার ৩৬০ টি গাছের চারা রোপন করা হবে।