শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার সর্ববৃহত্তর সড়ক সেতু মায়া ব্রীজের সড়কের বেহাল দশা
ভোলার সর্ববৃহত্তর সড়ক সেতু মায়া ব্রীজের সড়কের বেহাল দশা
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার সর্ববৃহত্তর সড়ক সেতু মায়ানদীর ব্রীজের এ্যাপ্রোচ সংযোগ সড়ক জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে। ফলে উপজেলার দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আকষ্মিক এই বিপর্যয়ের ফলে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে শত শত যানবাহন ও পথচারীদের দূর্ভোগে পরতে হয়েছে।
সড়ক বিভাগের কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অস্থায়ী ভাবে সড়ক যোগাযোগ উপযোগী করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং মায়ানদীর ব্রীজ নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান সমন্বিত ভাবে কাজ শুরু করছে বলে জানা গেছে।
চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মো. সোলাইমান জানান, সোমবার রাত ১০টার দিকে মায়ানদীর ব্রীজের উত্তর প্রান্তের এ্যাপ্রোচ সংযোগ সড়কের নির্মিত বক্স কালভার্টের উত্তর প্রান্তের উইং ওয়াল সংলগ্ন সড়কের ৫ থেকে ৭ মিটার এলাকা ভেসেগেছে। মঙ্গলবার সকালের জোয়ারের পর তা আরো বড় আকার ধারন করেছে। ফলে সকাল থেকে সড়কের সব যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়েগেছে।
সরেজমিনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে দেখাগেছে, বক্সকালভার্টের পশ্চিম পাশ থেকে দু’টি খাল প্রবাহমান ছিল। প্রবাহমান দু’টি খালের মিলনস্থলে কালভার্টটি নির্মাণ করা হয়। এরমধ্যে বড় আকৃতির খালের উপর বক্সকালভার্টটি নির্মাণ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখা হয়। কিন্ত পাশ্ববর্তী অপেক্ষাকৃত ছোট খালটি নিশ্চিহ্ন করে পানির প্রবাহ বন্ধ করে দেয়া হয়। ঘূর্ণিঝড় কোমন’র প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি নামার সময় নিশ্চিহ্ন করে দেয়া অপেক্ষাকৃত ছোট খালটি ধরে প্রবল বেগে ছুটে আসা স্রোতের তোপে কালভার্টের উত্তরপাশের পশ্চিম উইং-এর সড়ক ভেসে যায়।
এঅবস্থায় মায়ানদীর ব্রীজকে কেন্দ্র করে গড়ে উঠা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ব্রীজের উত্তর পাশের এ্যাপ্রোচ সড়কের বক্স কালভার্টের দক্ষিণ পাশের ২২ মিটার দৈর্ঘ্যরে ২টি উইং এবং কালভার্টের উত্তর প্রান্তে সড়কের পূর্ব উইং-এ ২২ মিটার স্লোভ প্রটেকশন এবং সড়কের পশ্বিম পাশের ক্ষতিগ্রস্ত অংশের উইং কর্নার থেকে রাস্তা পর্যন্ত ১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি রিটেইনিং ওয়াল দ্বারা অস্থায়ী ভিত্তিতে সুরক্ষার প্রাচীর গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ থেকে জানান হয়েছে। তবে সড়ক বাঁচানোর এ চেষ্টা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম বলে প্রকৌশলীরা জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত এলাকার বক্স কালভার্টের স্থলে ৬০ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডার ব্রীজ জরুরী ভিত্তিতে নির্মাণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবী জানিয়েছে স্থানীয় জনগন।
চর কলমী ও নুরাবাদ ইউনিয়নের মাঝে মায়ানদীর উপর প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ভোলার সর্ববৃহৎ সড়ক সেতু মায়ানদীর ব্রীজ নির্মাণ করা হয়। গত ৮ মে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজটি জনগনের চলাচলের জন্য উম্মুক্ত করেন। যার ফলে উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনিয়নগুলোর সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ শুরু হয়। ব্রীজটি উপজেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিনত হয়।
উদ্বোধনের পর থেকে ব্রীজে দর্শণার্থীদের ভীর বাড়তে থাকে। প্রতিদিন শত শত দর্শনার্থী ব্রীজে ভীর করে। কিন্ত সড়ক ভেসে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের আগ্রহেও ছেদ পরেছে।