
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিষপানে গৃহবধূর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিষপানে গৃহবধূর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে বিষপানে সুমা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ধলীগৌরনগর ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ১০বছর পূর্বে ধলীগৌরনগর ৩নং ওয়ার্ড চতলা এলাকার আ: রবের বাড়ির ওলিউল্যাহর মেয়ে সুমা আক্তারের সাথে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার রফিক মাঝির ছেলে আজাদের সাথে বিবাহ হয়। তাদের ঘরে ফাতেমা নামের ৭বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
গৃহবধূর পরিবারের বরাত দিয়ে লালমোহন বিডিনিউজ ডটকম কে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় স্বামী তার সন্তানকে নিয়ে পাশে বাড়ি গেলে সুযোগে চালের পোকা মারার বিষপান করে গৃহবধূ। পরে হাসপাতালে আনলে মৃত্যু হয় তার। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।