সোমবার, ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় পিসিআর ল্যাব উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
ভোলায় পিসিআর ল্যাব উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বীপজেলা ভোলায় কোভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১ টার দিকে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, হাসপাতাল তত্তাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীসহ গণমাধ্যম কর্মীরা।
ভোলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ল্যাবটি স্থাপন শেষ হলেও এতদিন দক্ষ জনবল নিয়োগের অভাবে চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি ২ জন ল্যাব কনসালটেন্ট, ৫ জন টেকনোলজিস্ট, ৩ জন চিকিৎসক ও ৯জন সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে ল্যাবটি পরিচালনার জন্য। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এটির ট্রয়াল সম্পন্ন হয়েছে। ল্যাবটির মাধ্যমে দৈনিক প্রায় ১০০টি করানো টেস্ট করা সম্ভব হবে বলে জানান তিনি।
গত ১০ জুন ল্যাব এর অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করা হয়।