সোমবার, ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অসহায়দের মাঝে নৌবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ
লালমোহনে অসহায়দের মাঝে নৌবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বেঁদে ও জেলে পল্লীর অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার স্টেডিয়াম মাঠে এবং ধলীগৌরনগর ইউনিয়নের পাটোয়ারী হাট বাজারের বেড়ীবাঁধ এলাকায় ৭০টি দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কর হয়।
নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মো. বাহাউদ্দীনের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে নৌবাহীনী সদস্য মো. জলিল বলেন, আমরা ভোলা জেলার বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে ত্রাণ সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে আসি।