সোমবার, ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ৮জুয়ারী আটক
ভোলায় ৮জুয়ারী আটক
ভোলা প্রতিনিধি : ভোলার উত্তর দিঘলদি ঘুইঙ্গারহাট থেকে ৮জুয়ারীকে আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঘুইঙ্গারহাট ১নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে জুয়া খেলাবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলেন-মো: ফখরুল (৪৫), মো: আ: রহিম (২৮), মো: নসু (৪৫), মো: মিরাজ (২৫), মো: সবুজ (২০), মো: নাঈম (২০), মো: সেলিম (৪৫) ও মো: আজিজ (৪৫)।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স, ভোলার উত্তর দিঘলদি ঘুইঙ্গারহাট ০১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে স্থানীয় হোসেনের পরিত্যক্ত ঘর থেকে জুয়া খেলাবস্থায় ০১। মোঃ ফখরুল (৪৫), পিতা- মৃত আঃ মুন্না, ০২৷ মোঃ আঃ রহিম (২৮), পিতা- সৈয়দ আহমেদ হাওলাদার, ০৩৷ মোঃ নসু (৪৫), পিতা- মৃত আঃ মুন্না, সর্ব সাং- চরকুমারী ০১ নং ওয়ার্ড, ০৪৷ মোঃ মিরাজ (২৫), পিতা- মৃত সরাফত আলী মুন্সি, সাং- লামছিপাতা ০১ নং ওয়ার্ড, ০৫৷ মোঃ সবুজ (২০), পিতা- মোঃ আবুল কালাম, সাং- লামছিপাতা ০১নং ওয়ার্ড, ০৬৷ মোঃ নাঈম (২০), পিতা- মাহাবুব আলম পন্ডিত, সাং- ০৫ নং ওয়ার্ড, ০৭৷ মোঃ সেলিম (৪৫), পিতা- শাহজাহান সাং- লামছিপাতা ০৪ নং ওয়ার্ড, সর্ব ইউনিয়ন উওর দিঘলদি, থানা- ভোলা, ০৮৷ মোঃ আজিজুল (৩৫), পিতা- আঃ মালেক, সাং- উত্তর জয়নগর ০২নং ওয়ার্ড, থানা- দৌলতখান কে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে তাস, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামসাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। মামলা নং-২০৫৭/২০, তারিখ- ১৩ জুলাই ২০২০।