শুক্রবার, ১০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পাঁচ জুয়ারি আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলায় পাঁচ জুয়ারি আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার পূর্ব ইলিশা থেকে ৫জুয়ারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে ওই ইউনিয়নের সরদার বাড়ি এলাকা তাদেরকে আটক করা হয়। আটককৃত জুয়ারীরা হলো- মাে: ইউসুফ বালাই, মো: হারুন, আকতার হোসেন, মো: কামাল ও মো: ইউসুফ।
জানা যায়, শুক্রবার সকালে ভোলা সদর মডেল থানার এস আই (নিঃ) রতন কুমার শীল ও সঙ্গীয় অফিসার ফোর্স জুয়া খেলাবস্থায় আটককৃত আসামীরা হলো ০১। মোঃ ইউসুফ বুলাই (৪০), পিতা- মৃত আঃ রাজ্জাক, সাং- সোনাডুগি, ০৪নং ওয়ার্ড, ০২। মোঃ হারন (৩৮), পিতা- মৃত লাল মিয়া জমাদ্দার,সাং- ইলিশা ০৬ নং ওয়ার্ড, ০৩। আকতার হোসেন (৪০), পিতা- মৃত আবুল কালাম কবিরাজ, সাং- কালুপুর, ০১নং ওয়ার্ড, ০৪। মোঃ কামাল (৩৫), পিতা- মৃত কাঞ্চন হাওলাদার, সাং- কালুপর, ০১নং ওয়ার্ড, ০৫। মোঃ ইউসুফ, পিতা- অলিউল্লাহ মুন্সি, সাং- চর আনন্দ পার্ট- ০৩, ০৬ নং ওয়ার্ড, সর্ব ইউনিয়ন ২নং পূর্ব ইলিশা কে আটক করেন।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের কারাদণ্ড এবং নগদ অর্থ জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয়। মামলা নং-২০৪৬/২০, তারিখ- ১০ জুলাই ২০২০।