
শুক্রবার, ১০ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশে আবারও মধ্যম মেয়াদী বন্যার পূর্বাভাস।।লালমোহন বিডিনিউজ
দেশে আবারও মধ্যম মেয়াদী বন্যার পূর্বাভাস।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দ্বিতীয় দফায় মধ্যম মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
উজানে ভারি বৃষ্টিপাতের প্রভাবে ব্রহ্মপুত্র-যমুনাসহ দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। এতে আবারও দ্বিতীয় দফায় মধ্যম মেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১০ জুলাই) দুপুরে সাংবাদিকদের একথা জানান উপবিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান।
তবে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল অবস্থায় কমে আসা আগামী ২৪ ঘন্টায় বহাল থাকবে।
১০ই জুলাই সকাল পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী বিপৎসীমার ওপর দিয়ে বইছে সুরমা নদীর ২টি স্টেশন এবং যদুকাটা ও গুড় নদীর পানি। গত ২৪ ঘন্টায় বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ১৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টিপাত বেশি হয়েছে লালাখাল, লামা ও কুষ্টিয়ায়।