শুক্রবার, ১০ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী লোকমান হোসেন।
২৩শে জুন তিনি করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ২৫ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোকমান হোসেন মৃধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।