বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অসহায় ছাত্রীর হাতে সেলাই মেশিন তুলে দিলো নৌবাহিনী।।লালমোহন বিডিনিউজ
অসহায় ছাত্রীর হাতে সেলাই মেশিন তুলে দিলো নৌবাহিনী।।লালমোহন বিডিনিউজ
ওমর রায়হান অন্তর, লালমোহন : করোনাকালীন সময়ে ভোলার লালমোহনের অসহায় মাদ্রাসা ছাত্রী তানিয়াকে স্বাবলম্বী করার প্রত্যয়ে তার হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট এলাকায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সেলাই মেশিনটি তুলে দেন ভোলা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মো. আসিফ ইমরানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে লেফটেন্যান্ট মো. আসিফ ইমরান বলেন, খবর পেয়েছি এই ছাত্রীর পরিবারটি খুব অসহায়। তার বাবা নেই। মা একজন দৃষ্টি প্রতিবন্ধী। এ জন্য ওই ছাত্রীকে সেলাই মেশিনটি দেয়া হয়েছে। আশা করছি, এতে কাজ করে কিছু টাকা আয় করতে পারবে সে। এই সেলাই মেশিনটি পাওয়ার ফলে এই মাদ্রাসা ছাত্রীর পরিবারটি কিছুটা হলেও স্বচ্ছল হবে।