শনিবার, ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ আটক-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ আটক-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে গাঁজাসহ মো: আলাউদ্দিন (৪০) নামের একজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার চরভূতা বালুরচর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক আলাউদ্দিন চরভুতা ১নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে লালমোহন থানার এস আই (নিঃ) মোঃ ইউসুফ আলী ও সঙ্গীয় ফোর্স চরভুতা হরিগঞ্জ এলাকার বালুরচর ব্রিজের দক্ষিণ পাশ থেকে আলাউদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।