শনিবার, ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কর্মহীনদের সহায়তায় নৌবাহিনীর বিরামহীন ছুটে চলা
ভোলায় কর্মহীনদের সহায়তায় নৌবাহিনীর বিরামহীন ছুটে চলা
ওমর রায়হান অন্তর : সারাদেশব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে অসহায়দের সহায়তা প্রদানে বিরামহীন কাজ করে যাচ্ছে নৌবাহিনী। ভোলার প্রতিটি উপজেলায় কর্মহীনদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় বুধবার বোরহানউদ্দিনে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
এদিন সকালে উপজেলার টবগী আবুল মিয়ার বাজার নৌবাহিনীর ভোলার কন্টিজেনলেফটেন্যাট কমান্ডার ফয়সাল বিন রশিদ এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণকালে ভোলা লেফটেন্যান্ট কমান্ডার ফয়সাল বিন রশিদ বলেন, প্রতিদিনই আমরা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ভোলার প্রতিটি উপজেলায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।