বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন, ভোলা বারের ক্ষোভ
ভোলায় বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন, ভোলা বারের ক্ষোভ
ভোলা সংবাদদাতা : ভোলায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৫ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোলার জজ কোর্টে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোলা বারের মোট ভোটার সংখ্যা ১৪৭জন। এদিকে ভোলা বারের পক্ষ থেকে এই নির্বচনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলার সাধারন সম্পাদক ও ভোলা বারের সভাপতি আলহাজ্ব ছালাউদ্দিন হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্বাচন অনষ্ঠিত হওয়ার আগের দিন বিকালে হঠাৎ করে ভোলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাসফিকুল হক নীল ও সাদা প্যানেলের উভয় পক্ষকে বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব আ.ক.ম. জহুরুল আলম এই মর্মে নির্দেশনা দিয়েছেন যে, কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার কর্তৃক কোনো লিখিত ফলাফল পোলিং এজেন্টদের সরবারহ করা হবে না। উক্ত বিষয়ে কেন্দ্রীয় নের্তৃবৃন্দকে অবগত করানো হয় ও কিছু সংক্ষক সাংবাদিকদের অবগত করা হয়। নির্বচন চলাকালীন সময়ে সাদা প্যানেলের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ভোলা বার ভবনে ঢুকে নীল প্যানেলের ব্যানার ও পোষ্টার ছিড়ে নিয়ে যায়। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার, পুলিশ সুপার, থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ও পি, পিকে অবগত করি। এমনকি ভোট চলাকালীন কামালউদ্দিন সুলতান ও ফরিদা বেগম সরকারী চাকুরীজীবীর বিরুদ্ধে আপত্তি থাকা সত্বেও তারা ভোট দিয়েছে। ভোট গণনা শেষে ভোলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের বে-আইনী নির্দেশনা অনুযায়ী নীল প্যানেলের কোনো এজেন্টকে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ভোটের ফলাফলের বিষয়ে কোনো প্রমাণ পত্র না দেয়ায় নীল প্যানেলের কোনো এজেন্ট রেজাল্ট সিটে এজেন্ট হিসেবে স্বাক্ষর করিতে অস্বীকৃতি জানায়।