শুক্রবার, ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নদী থেকে নারীর গলিত লাশ উদ্ধার
লালমোহনে নদী থেকে নারীর গলিত লাশ উদ্ধার
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) দুপুর অনুমান ১টার দিকে লর্ডহার্ডিঞ্জ ৭ নং ওয়ার্ড (গাইট্রার খাল) মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, সংবাদ পেয়ে আমরা ওই লাশ উদ্ধার করি। লাশের হাত ও পায়ের আঙ্গুলসহ বেশিরভাগই গলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী ওই নারীর বয়স অনুমান ৩২ বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।