শুক্রবার, ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত লালমোহনের দুই কৃতি সন্তান
বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত লালমোহনের দুই কৃতি সন্তান
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মোঃ রাসেল ও আজগর আহমেদ নামের দুই কৃতি সন্তান বিসিএস এ উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) ৩৮তম বিসিএস’র প্রকাশিত ফলাফলে লালমোহনের এ দুই কৃতি সন্তান বিসিএস এ উত্তীর্ণ হন। মো: রাসেল উপজেলার ধলীগৌরনগরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও আজগর আহমেদ পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার বাসিন্দা।
মো: রাসেল ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ধলীগৌরনগর ৩নং ওয়ার্ডের বাউরিয়া গ্রামের মরহুম খলিল মেম্বারের কনিষ্ঠ সন্তান ও ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ লোকমান হোসেনের ছোট ভাই। ২০০৭ সালে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ সালে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে পড়া শেষ করেন। পরে জনতা ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় সিনিয়র অফিসার হিসেবে চাকরি নেন তিনি।
এদিকে আজগর আহমেদ ঢাকা কলেজের শিক্ষার্থী। তার বাবা আব্দুল হক জমাদার। গজারিয়া বাজারের উত্তরপাশে মৃধা কান্দি গ্রামের আব্দুল হক খলিফা বাড়ির বাসিন্দা। ২০০৭ সালে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ সালে গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও ২০০৯ ও ২০১০ সালে ঢাকা কলেজ থেকে বিবিএ/এমবিএ ম্যানেজম্যান্টে প্রথম স্থান অর্জন করেন।