শুক্রবার, ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট: বোরাহানউদ্দিনে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট: বোরাহানউদ্দিনে যুবক গ্রেপ্তার
ভোলা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোষ্ট করায় ছোটন বিশ্বাস (৪৫) নামের এক যুবককে আটক করেছে বোরহান উদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার কাচিয়া পদ্মামনসা ৬নং ওয়ার্ড এলাকার বিশ্বাস বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ছোটন বিশ্বাস ওই এলাকার মৃত অমূল্য বিশ্বাসের ছেলে।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামূল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করায় ছোটন বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাপূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে। মামলা নং ৩, তারিখ ৩ জুলাই ২০২০। পুলিশ ওই যুবকের রিমান্ড আবেদন করেছে বলেও জানান তিনি।