বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাসনের বেতুয়া ঘাটের বেহাল দশা
ভোলার চরফ্যাসনের বেতুয়া ঘাটের বেহাল দশা
চরফ্যাসন সংবাদদাতা :এখানে ঘাট আছে, আবার ভোগান্তিও আছে। দ্বীপ জেলা ভোলার সর্বশেষ লঞ্চ স্টেশন চরফ্যাসনের বেতুয়া ঘাটের এই হাল। দোতলা লঞ্চ ভেড়ে ঘাটে। কিন্তু সেই ঘাট থেকে যাত্রীদের কিনারে যেতে আবার লাগে নৌকা। মালামাল বহনকারী যাত্রী আর নারী-শিশুদের ভোগান্তির আর শেষ থাকে না তখন। বেতুয়ার এই লঞ্চঘাটটির অবস্থা বহুদিন ধরে এমনই। এলাকায় মেঘনার ভাঙণ গ্রাস করেছে। ভাঙণ রোধে তেবুয়া থেকে সামরাজ পর্যন্ত ব্লক ফেলা হলেও গুরুত্বপূর্ন এই লঞ্চ ঘাটটি রয়ে গেছে অরক্ষিত। অথচ চরফ্যাসনের এই ঘাট থেকে প্রতিদিন শত শত মানুষ ঢাকার পথে যাত্রা করেন। মেঘনায় জোয়ার এলে যাত্রীদের আর রক্ষা নেই। ভাটায় সহজে লঞ্চে ওঠানামা করা গেলেও জোয়ারে ভোগান্তি বাড়িয়ে দেয় কয়েকগুন।