রবিবার, ২৮ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় ঝরে গেল আরও ৪৩ প্রাণ, নতুন শনাক্ত ৩৮০৯।।লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় ঝরে গেল আরও ৪৩ প্রাণ, নতুন শনাক্ত ৩৮০৯।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮০৯ জন করোনা রোগী। এ নিয়ে দেশে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো ১৭৩৮ জনের। আর, করোনায় মোট শনাক্ত হলেন ১ লক্ষ ৩৭ হাজার ৭৮৭ জন ব্যক্তি।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১১৩তম দিনে আজ রবিবার (২৮শে জুন), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে১৭০৩৪ টি। এরমধ্যে মোট ৬৮টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে টি ১৮০৯৯ নমুনা। এরমধ্যে ৩৮০৯ জন করোনায় শনাক্ত হয়েছেন।
ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে জন পুরুষ ও জন নারী। আর, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১৪০৯ জন ব্যক্তি। এ নিয়ে এই রোগ থেকে মোট সুস্থ হলেন ৫৫ হাজার ৭২৭ জন।