শনিবার, ২৭ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নিজ বাসার ছাদে ছিনতাইয়ের কবলে যুবক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে নিজ বাসার ছাদে ছিনতাইয়ের কবলে যুবক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে মো: হাবিব নামের এক যুবককে চোঁখ বেধে নির্যাতন করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শুক্রবার সোয়া ৮টার দিকে লালমোহন পৌর ৩নং ওয়ার্ড ল্যাংড়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
হাবিব উপজেলার চরভূতা ৫নং ওয়ার্ড এলাকার ছালি বাড়ির প্রবাসী লোকমানের ছেলে।
হাবিব ক্রাইম বাংলা নিউজ কে জানায়, তার বাবা প্রবাসী। তিনি লালমোহন পৌর ৩নং ওয়ার্ড ল্যাংড়ার দোকান এলাকায় একটি ঘর নির্মাণ করছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গরম থেকে মুক্তি পেতে নির্মাণাধীন ওই ঘরের ছাঁদে বাতাসে দাঁড়ায় হাবিব। এসময় ওৎ পেতে থাকা ও মুখোশ পড়া ৫জন লোক হাবিবকে তার গলার গামছা দিয়ে চোঁখ বেধে ফেলে। এসময় ছিনতাইকারীদের হাতে থাকা চাকু দিয়ে হাবিবের দেহের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত করে এবং তার পকেটে থাকা ১৭৬০টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
মুখ বাধা থাকায় ছিনতাইকারীদের কাউকেই চিনতে পারেনি বলেও জানায় সে। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত হাবিব।
এদিকে ছিনতাইকারীদের এমন দৌরাত্ম্যে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।